১১-সেপ্টেম্বর-২০২৪
১১-সেপ্টেম্বর-২০২৪
Logo
রাজশাহী

চুয়াডাঙ্গায় ফেসবুকে it.s end পোস্ট দেয়ার পর, কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৩-১১-১৫ ১৭:৫৩:৩৯
...

 চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি: 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়  নিজ ঘর থেকে কলেজ ছাত্র আফনান লিয়নের (১৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামে নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আতিয়ার খাঁ'র ছেলে।

জানা যায়, উপজেলার হারদি মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন আফনান লিয়ন। মঙ্গলবার বিকেলে লিয়নের মা মদিনা খাতুন আত্নীয়র লাশ দেখতে মেহেরপুর সদরে যান। রাতে তিনি আত্নীয়র বাড়িতেই ছিলেন। মঙ্গলবার রাতে কলেজ ছাত্র লিয়ন তার দাদির থেকে রাতের খাবার খেয়ে ঘুমা‌নোর জন্য নিজ ঘরে চ‌লে যায়। পরদিন বুধবার সকালে ঘুম থেকে না উঠায় ডাকাডাকি করেন পরিবারের সদস্যরা। কিন্তু তার কোন সারাশব্দ না পেয়ে পরিবারের লোকজন জানালা দিয়ে উঁকি মেরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। 

এসময় প‌রিবা‌রের লোকজন চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এসে দরজা ভেঙে ফেলেন। থানায় সংবাদ দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

আলমডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক দেবাশিষ জানান, সম্ভবত প্রেম-ঘঠিত কারণে শয়ন কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন লিয়ন। লাশ মর্গে পাঠানো হয়েছে।

একটি সূত্র জানায়, মঙ্গলবার রাতে ফেসবুকে তার নিজ ছবি সহ "it's end" এই পোস্ট করেন। এরই কারণে নিকটতম আত্নীয় ও বন্ধুদের ধারণ প্রেমের সম্পর্কের কারণে আত্নহত্যা করেছে কলেজ ছাত্র লয়ন।