নিজস্ব প্রতিনিধি
বরগুনা প্রতিনিধি:
তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন বরগুনা সরকারি কলেজের কর্মরত বেসরকারি কর্মচারীরা। রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বরগুনা সরকারি কলেজের মূল ফটকে ঘন্টাব্যাপী এ কর্মবিরতি পালিত হয়।
সরকারি কলেজে বেসরকারি কর্মচারী ইউনিয়নের কলেজ শাখার সভাপতি নাজমুল হক মিরাজের সভাপতিত্বে কর্মবিরতিতে সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন।
নাজমুল হক মিরাজ বলেন, আমরা একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেও পরিচয় দিতে পারছি না। কেউ বলে খণ্ডকালীন, আবার কেউ বলে মাস্টাররোল। শিক্ষকদের মানুষ গড়ার কারিগর বলা হলেও এতে আমাদেরও অবদান রয়েছে। কিন্তু দিন শেষে সমাজে আমাদের যথাযোগ্য মর্যাদা নেই। সারা বাংলাদেশে ৩২৭ টি সরকারি কলেজে প্রায় ৬ হাজার কর্মচারী রয়েছে। ৫ থেকে ২৫ বছর যাবত কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে স্থানান্তরের জন্য ২০১৩ সাল থেকে এমন দাবী জানিয়ে আসলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
কর্মবিরতিতে বেসরকারি কর্মচারীদের সরকারি কলেজে চাকরি রাজস্ব খাতে স্থানান্তর ও এর পূর্ববর্তী পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং কর্মরতদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধের দাবি জানানো হয়।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL