পঞ্চগড় :
পঞ্চগড়ের আটোয়ারীর দাড়খোর সীমান্ত এলাকার নাগর নদী থেকে মৃত অবস্থায় এক বাঘ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের দাড়খোড় সীমান্ত এলাকা থেকে মৃত অবস্থায় বাঘটি উদ্ধার করা হয়।
স্থানীয় মাধ্যমে জানা গেছে, বাঘটি ভারত থেকে দাড়খোড় সীমান্ত দিয়ে দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ওই সীমান্ত এলাকায় স্থানীয় এক কৃষকের গরুর গলায় আহত করে গরুটিকে অর্ধেক খেয়ে ফেলে পালিয়ে যায়। গরুর মালিক শিয়ালের আক্রমণে গরুর মৃত্যু হয়েছে মনে করে বিষ প্রয়োগ করে। পরে চিতা বাঘটি আবার গরুটিকে খেতে আসে। খাওয়া শেষে দাড়খোড় এলাকার ঈদগাহের পাশে সীমান্তঘেষা নাগর নদীতে বাঘটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
তবে ফেসবুকে ভাইরাল একটি ভিডিও চিত্রে দেখা যায়, নাগর নদীর তীরেই নিজেকে বাঁচাতে চেষ্টা করে বাঘটি। কিন্তু স্থানীয়রা জালে ফেলে মারধর করতে দেখা গেছে। এ কারণেই মারা যেতে পারে বাঘটি।
বণ্যপ্রাণী আলোকচিত্রী ও পর্যবেক্ষক ফিরোজ আল সাবাহ বলেন, প্রাণী নিধন অত্যন্ত দু:খজনক ব্যাপার। বেশির ভাগ ক্ষেত্রেই হয়ে থাকে এরকম। অনেক সময় বণ্য প্রাণীরা খাবার সংকটের কারণে সীমান্ত পেরিয়ে লোকালয়ে চলে আসলে স্থানীয়দের দ্বারা মারধরের শিকার হন বণ্যপ্রাণীরা। মারাও যায়। এ বাঘটির ক্ষেত্রেও এমন হয়েছে বলে মনে হচ্ছে। এভাবে প্রাণীদের না মেরে তাকে আটক করে বনবিভাগে হস্তান্তর করা উচিত।
আটোয়ারীর থানার ওসি (তদন্ত) সোয়েল রানা ঢাকা পোস্টকে বলেন, এ উপজেলার তোড়িয়া দাড়খোড় সীমান্ত এলাকার নাগর নদীতে রাতের বেলায় ভারত থেকে একটি বাঘ বাংলাদেশে এসেছিল। এটা নদীর মধ্যে অসুস্থ্য অবস্থায় পড়েছিল। সকালে ওই এলাকার গ্রামবাসীর খবর পেয়ে বিজিবিসহ গ্রামবাসির সহায়তায় উদ্ধার করলে পরে বাঘটি মারা যায়। পরে উপজেলা নির্বাহী অফিসার, বনবিভাগের কর্মকর্তাসহ থানা পুলিশসহ বাঘটি উদ্ধার করে উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ে নিয়ে আসা হয়। মৃত বাঘটি ময়নাতদন্ত করা হচ্ছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে।
পঞ্চগড় জেলা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মধু সুধন বর্মন বলেন, আজ শুক্রবার দুপুরে আটোয়ারীর উপজেলার দাড়খোড় সীমান্ত এলাকায় মৃত অবস্থায় বাঘটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর উপজেলার প্রাণি সম্পদ কার্যালয়ে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে। কিভাবে মারা গেছে বাঘটি তা ময়নাতদন্তের পর জানা যাবে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL