দিনাজপুর :
দিনাজপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে জমিতে রাইস ট্রান্স প্লান্টারের মেশিনের সাহায্যে ধানের রোপনের মাধ্যমে সমলয় চাষাবাদের শুভ উদ্বোধন করা হয়েছে।
৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় সদর উপজেলার ৫ নং শশরা ইউপির ভবাইনগর এলাকায় ৫০ একর জমিতে এই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নূরুজ্জামান বলেন
রাইস ট্রান্স প্লান্টার মেশিনের সাহায্যে ধানের চারা রোপন পদ্ধতি সহজ ও লাভজনক। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা হবে আধুনিক কৃষি। প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ করে স্মার্ট কৃষক হবে। সমলয়ের মাধ্যমে ধান চাষাবাদ করলে সময় ও অর্থ খরচ কম হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, ৫ নং শশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকছেদ আলী রানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মোঃ মাহবুব রশিদ, কৃষি প্রকৌশলী মোঃ আবু সামস বদরুদ্দোজা। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো: আবু বোরহান। এছাড়াও উক্ত স্থানে উত্তরণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর একটি মেশিন প্রদর্শন করা হয়। এই মেশিনের মাধ্যমে মেশিনে বসেই জমিতে ধানের চারা রোপন করা যাবে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL