নাগেশ্বরী (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে হারানো শেলো মেশিন উদ্ধার পূর্বক চোর চক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে।
২৮ জানুয়ারী উপজেলার ভিতরবন্দ বাজারের আব্দুল লতিফ মিয়ার ভাংড়ির দোকান থেকে শেলো মেশিন চুরির সাথে জড়িত থাকার অপরাধে তাদের আটক করা হয়। এ বিষয়ে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আটককৃতদের এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
মামলার এজহার সূত্রে জানা গেছে- উপজেলার কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের আমিনুল ইসলাম ৯ জানয়ারী আনুমানিক রাত ৮টার দিকে নাগেশ্বরীর টুপামারী মৌজায় তার নিজস্ব জমিতে সেচের উদ্দেশ্যে স্থাপনকৃত শেলো মেশিনে জমিতে সেচ বাড়িতে চলে যায়। পরদিন ১০ জানুয়ারী ভোর আনুমানিক ৬টার দিকে আবারও সেচের উদ্দেশ্যে সেখানে গেলে শেলো মেশিন ঘরের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পায়। এ অবস্থায় ঘরে ঢুকে শেলো মেশিন দেখতে না পেয়ে চিৎকার করতে থাকে আমিনুল।
হারানো মেশিনটি অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে আমিনুল ইসলাম ২৭ জানুয়ারী উপজেলার ভিতরবন্দ বাজারের লতিফ মিয়ার ভাংড়ির দোকানে শেলো মেশিনটি থাকার বিষয়ে নিশ্চিত হয়। বিষয়টি জানতে পেরে ২৮ জানুয়ারী নাগেশ্বরী থানা পুলিশের একটি দল লতিফের সহযোগীতায় সুকৌশলে তার ভাংড়ির দোকানে অবস্থান নিয়ে শেলো মেশিন চুরি করার অভিযোগে নাগেশ্বরীর বেরুবাড়ি ইউনিয়নের শালমারা গ্রামের খলিলুর রহমানের পুত্র আপেল মিয়া(২৪) ও আহাম্মদ আলীর পুত্র মোখলেছুর রহনান (৩৪)কে আটক করে। এসময় ভাংরির দোকানী লতিফ মিয়া পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার জানান- আটককৃতদের সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL