• ঢাকা
  • ০২-অক্টোবর-২০২৩
img

নাটোরে সুবিধাবঞ্চিত শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত : ২০২৩-০২-০৮ ১৩:৩৯:৪৯
photo

খন্দকার তানজিবুৃল আহমেদ, নাটোর প্রতিনিধি:

মঙ্গলবার(৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের চকবৈদ্যনাথ এলাকায় স্বপ্নকলি স্কুল প্রাঙ্গণে ক্রীড়া প্রতিয়োগিতা, পুরস্কার এবং এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে হ্যাপি ড্রিমস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাছুদুর রহমান, হ্যাপি ড্রিমস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুষ্ময় দাস প্রমুখ।

এই ক্রীড়া প্রতিযোগিতায় স্বপ্নকলি স্কুলের সুবিধাবঞ্চিত ১৩০জন শিশু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে সকল শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিশুদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

© দিন পরিবর্তন

ভারপ্রাপ্ত সম্পাদক: মুস্তাফা কালিমুল্লাহ আল মামুন, প্রকাশক: বাংলাদেশ নিউজ এ্যান্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং হাউজ, ১ আর.কে.মিশন রোড, ঢাকা হতে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: প্লট নং-৩১৪/এ, রোড-১৮, বক্ল-ই, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ৫৫০৩৬৪৫৬-৭, ৫৫০৩৬৪৫৮ সার্কুলেশন: ০১৮৪৭-৪২১১৫২ বিজ্ঞাপন : ০১৮৪৭-০৯১১৩১, ০১৮৪৭-৪২১১৫৩, ০১৭৩০-৭৯৩৪৭৮।

Email: dinparibarton@gmail.com, Advertisement: dpadvt2021@gmail.com