নাটোরের লালপুরে মোটরসাইকেল গ্যারেজে রাখাকে কেন্দ্র করে নাজমুল হোসেন (২৬) নামে এক কসমেটিকস ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার নান্দরায়পুর গ্রামের বটতলায় এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল হোসেন (২৬) উপজেলার একই গ্রামের আজিজ হোসেনের ছেলে এবং পেশায় একজন কসমেটিকস ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ব্যবসায়ী নাজমুল হোসেন তার মোটরসাইকেল নিয়ে লালপুর উপজেলার বটতলা এলাকার জিয়ার মোটরসাইকেল গ্যারেজের সামনে যায়। এ সময় গ্যারেজের কর্মচারীরা নাজমুলকে মোটর সাইকেল গ্যারেজ করতে বলে। এনিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এ সময় গ্যারেজ মালিক জিয়াসহ অজ্ঞাত ৪/৫ জন নাজমুলের সাথে তর্ক শুরু করে। তর্কবিতর্কের এক পর্যায়ে জিয়ার হাতে থাকা চাকু দিয়ে নাজমুলকে আঘাত করে। এতে নাজমুল রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা নাজমুলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকেই গ্যারেজ মালিক জিয়া ও তার সহযোগীরা পালিয়ে যায়। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে অভিযানে নেমেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL