০৩-এপ্রিল-২০২৫
০৩-এপ্রিল-২০২৫
Logo
রাজশাহী

নিয়ামতপুরে দিনব্যাপী হস্তশিল্প প্রদর্শনী মেলা

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০২-১৫ ১৪:৩২:৩১
...

নিয়ামতপুর (নওগাঁ) :
নওগাঁ নিয়ামতপুরে একদিন ব্যাপী হস্তশিল্প প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার এন,এম, বন্ধন সমবায় সমিতির উদ্যোগে উপজেলার ভাবিচা ইউনিয়নের সিদাইন গ্রামের মাঠে হস্তশিল্প প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।

উক্ত মেলায় ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান ওবাইদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ হোসেন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম।

আন্যন্যদের মাধ্যে উপস্থিত ছিলেন আমইল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক তাছির উদ্দিন, গোকুলপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, আমইল উচ্চ বিদ্যালয়ের ফিজিক্যাল শিক্ষক শামসুদ্দিন, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মডেল প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোফাজ্জেল হক, ভাবিচা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুয়ার, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ডের সভাপতি আব্দুল খালেক প্রমুখ।