নিজস্ব প্রতিনিধি
পঞ্চগড় :
পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপি বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা, ক্রীড়া ও গার্লস গাইড পতাকা উত্তোলন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও শান্তির প্রতীক উড়িয়ে ও মশাল প্রজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হিলালীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার সাইফুল মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, বিপি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম ও ক্রীড়া শিক্ষক মো. সায়দার রহমান। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জীবনটা হলো চ্যালেঞ্জ। জীবনভর পদে পদে অনেক চ্যালঞ্জ আসবে। এটা মোকাবেলা করতে হবে। এটা মোকাবেলা করতে পারলেই তুমি সফল। কোন কিছুই অসম্ভব নয় কিন্তু। আমার সামনে সব মুখগুলোতেই ট্যালেন্টের ছাপ দেখছি। তোমাদের চোখে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ দেখতে পাচ্ছি। পোশাক নিয়ে চিন্তা করোনা। আপসোস করা যাবে না। কখনও পথ হারাবে না। তোমার চলার পথ যেন আকাবাঁকা না হয়। তুমি তোমার কাজ কর, দায়িত্বটা যথাযথ পালন কর। তাহলে তোমরা কখনো পথ হারাবে না। তাহলে পথ হারাবে না বাংলাদেশ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠা পরিবেশন করে শিক্ষার্থীরা।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL