২৮-জানুয়ারি-২০২৫
২৮-জানুয়ারি-২০২৫
Logo
রাজশাহী

পুড়লো নিজের ঘর, তবুও মায়ের সঙ্গে ফাঁসলেন দুই পুত্র

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০৩-০৫ ১৫:২৫:৪৪
...

বগুড়া ব্যুরো :
এক পুত্র গুরুতর অসুস্থ হওয়ায় স্বামী অবস্থান করছেন ঢাকায়। বাড়িতে ছিলেন দুই ছেলে সন্তান ও তাদের মা। প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ঘরে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুড়লো নিজের ঘর, তবুও ফেঁসে গেলেন দুই সন্তানসহ মা।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের কাজলা গ্রামের এই ঘটনা নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন। মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন- কাজলা গ্রামের দুদু আকন্দের স্ত্রী জোসনা বেগম (৫০), তার ছেলে শাজাহান আলী (৩০) ও জহুরুল ইসলাম সাদ্দাম (২৫)।

গ্রেপ্তারকৃতদের দাবি, নিজের ঘরে আগুন দেয়ার মিথ্যা অভিযোগে করা মামলায় তাদেরকে ফাঁসানো হয়েছে। জোরপূর্বক জমি দখল করার জন্য তাদের ঘরে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষের লোকজন।

সোমবার (৪ মার্চ) মামলায় গ্রেপ্তার দেখিয়ে মা ও দুই পুত্রকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে থানা পুলিশ। এর আগে রোববার কাজলা গ্রামের আব্দুল আকন্দের ছেলে মোজাফফর রহমান আকন্দ (৬০) বাদী হয়ে সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন।

রোববার (৩ মার্চ) জমিজমা বন্টনকে কেন্দ্র করে দুদু আকন্দের বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভাইয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ ওঠে সহোদর দুই ভাই মোজাফফর ও চাঁন মিয়ার বিরুদ্ধে।

গ্রেপ্তার হওয়ার আগে জোসনা বেগম জানিয়েছিলেন, তার আরেক ছেলে গুরুতর অসুস্থ হওয়ায় স্বামী দুদু আকন্দ ঢাকায় অবস্থান করছেন। এই সুযোগে স্বামীর দুই ভাই মোজাফফর ও চাঁন মিয়াসহ তাদের লোকজন এসে জোসনাসহ তার সন্তানদের ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়। বসতবাড়ি উচ্ছেদ করার জন্য খড়ের গাদা এবং বাড়ির বেড়া ভাঙচুর করে। ধারালো অস্ত্রের মহড়া দিয়ে ভয়ভীতি দেখায়। এসময় তারা গোয়ালঘরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।

মামলায় মোজাফফর রহমান উল্লেখ করেন, জোসনা বেগম ও দুদু আকন্দের ছেলেরা তাদেরকে ফাঁসাতে গিয়ে পরিকল্পিতভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। নিজের ঘরে আগুন দিয়ে ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে ছিল এবং এলাকাবাসীকে আগুন না নেভানোর জন্য নানা ভয়ভীতিও প্রদর্শন করে।

মামলা সূত্রে জানা যায়, সারিয়াকান্দির কাজলা গ্রামে কুতুবপুর মৌজায় ১১ শতাংশ জমির ভাগ বাটোয়ারা নিয়ে ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জমি দখলকে কেন্দ্র করে ঘটনার দিন উভয়পক্ষের লোকজনের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে জোসনা বেগমের গোয়াল ঘরে আগুন লাগে।

ঘটনার পরপরই থানা পুলিশ ঘটনাস্থল থেকে জোসনা বেগমের দুই ছেলে সাদ্দাম এবং শাজাহানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে মোজাফফর আকন্দের মামলায় আটকদের গ্রেপ্তার দেখানো হয়। এরপর জোসনা বেগমকেও গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয়রা জানান, কাজলা পশ্চিমপাড়ার মরহুম আব্দুল আকন্দের ছেলে মোজাফফর, চাঁন মিয়া ও দুদু আকন্দের জমিজমা বন্টন নিয়ে বিরোধের বিষয়টি স্থানীয়ভাবে ও থানা পুলিশ মিমাংসার চেষ্টা করে। পুলিশের পক্ষ থেকে দুদু আকন্দের দখলে থাকা জমি অপর দুই ভাইকে বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয়। এছাড়া দুদু আকন্দ তার দুই ভাইয়ের সাথে জমি বদল (এ্যাওয়াজ) করে কাজলা পশ্চিমপাড়া মোড়ে বাড়ি করে জমি ভোগ দখল করে আসছেন।

সারিয়াকান্দি থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, মামলার ভিত্তিতে গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।