নিজস্ব প্রতিনিধি
বগুড়া ব্যুরো :
অনুমোদনহীন এবং মেয়াদোত্তীর্ণ কসমেটিকস ব্যবসা পরিচালনার অভিযোগে বগুড়ার শেরপুর শহরের তিন দোকানের ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বেলা ১১টার দিকে শেরপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ডের নিউ শেরশাহ মার্কেট এলাকার কসমেটিকস দোকানগুলোতে অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রেজাউল করিম। সঙ্গে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী ও সংশ্লিষ্ট থানা পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রেজাউল করিম জানান, শেরপুর শহরের বিভিন্ন এলাকার কসমেটিকস দোকানগুলোতে মোড়কবিহীন, নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন সামগ্রী বিক্রির তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। শহরের নিউ শেরশাহ মার্কেট এলাকার কসমেটিকস দোকানে অনুমোদন ছাড়া পণ্য বিক্রি, পণ্য মেয়াদোত্তীর্ণ, আমদানিকারকের সিল না থাকায় তিন দোকানিকে ৮০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL