বগুড়া ব্যুরো :
খাবার হোটেলে অভিযান চালিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য বগুড়ার কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। এসময় অস্বাস্থ্যকর পরিবেশ, পচা-বাসি খাবার ও নিম্নমানের লবন ব্যবহারসহ নানা অপরাধে দুই হোটেলের দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গত বুধবার বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আসিফ বিন কবিরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম অভিযান চালায়। র্যাব-১২ বগুড়ার টিমসহ বগুড়া জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক রাম চন্দ্র সাহা, খাদ্য অফিসার মোহাম্মাদ রাসেল উপস্থিত ছিলেন।
জানা গেছে, বুধবার দুপুরে সান্তাহারের নিউ-স্টার হোটেল এন্ড চাইনিজ ও বিসমিল্লাহ হোটেলে বাংলাদেশ নিরাপদ খাদ্য বিভাগ বগুড়ার অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, বিএসটিআই নিবন্ধন না, পচা-বাসি খাবার রাখা, নিম্নমানের লবন ব্যবহারসহ নানা অপরাধে দুই হোটেলের দুই লাখ টাকা জরিমানা করা হয়। এসময় দুই হোটেলের ব্যবস্থাপক পিয়াস আহম্মেদ ও রোজোয়ান হোসেনকে আটক করা হলেও জরিমানার টাকা পরিশোধ করায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। হোটেলে স্বাস্থ্যকর পরিবেশ রাখা, ব্যবসার নিবন্ধন ও বিএসটিআই সনদ গ্রহনসহ প্রায়োজনীয় শর্তে ৭ দিনের চেয়ে হোটেল মালিকরা মুচলেকা দিয়েছেন।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL