নিজস্ব প্রতিনিধি
বগুড়া ব্যুরো :
বগুড়ায় বৈদ্যুতিক মিটার চুরি চক্রের মূলহোতা ও দুই সদস্যকে গ্রেপ্তার করা করেছে র্যাব। তাদের কাছ থেকে চোরাই বৈদ্যুতিক মিটার ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, তাদেরকে দুপচাঁচিয়া থানায় সোপর্দ করা হয়েছে। চক্রের সদস্যরা মিটার চুরির পর চিরকুট লিখে টাকা দাবি করতো। গত শুক্রবার দুপচাঁচিয়া পৌরসভার সিও মোড় এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- বৈদ্যুতিক মিটার চুরি চক্রের মূলহোতো দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগরের এনামুল হকের ছেলে সজীব হোসেন (১৯), চক্রের সদস্য দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগরের শফির ছেলে শাহাদত আলী ও খিয়ানী মধ্যপাড়ার সামসুদ্দিনের ছেলে মাসুম বিল্লাহ (২৫)।
র্যাব-১২ বগুড়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিটার চুরি চক্রের মূলহোতা সজীবের নেতৃত্বে তাদের সদস্যরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় কৌশলে বৈদ্যুতিক মিটার চুরি করে আসছিল। এই চক্রকে গ্রেপ্তারে র্যাবের একটি চৌকস টিম অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া পৌরসভার সিও মোড় এলাকা থেকে চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ টি চোরাই বৈদ্যুতিক মিটার, বৈদ্যুতিক তার ২ কেজি, ১টি বৈদ্যুতিক তার কাটার মেশিন, ১০টি মোবাইল ফোন ও ১০টি সীমকার্ড উদ্ধার করা হয়।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL