বগুড়া ব্যুরো :
বগুড়ায় এনআরবিসি ব্যাংকের সিন্দুক ভেঙে প্রায় ১০ লাখ টাকা লুটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। একাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামী করে ব্যাংকের শাখা ব্যবস্থাপক রাশেদুল ইসলাম মামলাটি দায়ের করেন। গতকাল রোববার বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শুক্রবার দিবাগত রাতে বগুড়া সদর উপজেলার শাখারিয়া পল্লীমঙ্গল বাজারে এনআরবিসি ব্যাংকের উপশাখায় সিন্দুক ভেঙে ৯ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে পরদিন শনিবার থানায় মামলা দায়ের করা হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, সকালে ব্যাংকের কক্ষ খোলা দেখে বাড়ীওয়ালা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। ব্যাংকের এই উপশাখায় কোনো নিরাপত্তা কর্মী নেই। পর্যাপ্ত সিসি ক্যামেরাও নেই। ব্যাংকের শাখা ব্যবস্থাপক রাশেদুল ইসলাম জানিয়েছিলেন, বৃহস্পতিবার ব্যাংকিং সময় শেষ হয়ে যাওয়ার পর ৯ লক্ষাধিক টাকা সিন্দুকে রেখে সবাই চলে যান। পরে জানতে পারেন, সিন্দুক কেটে সব টাকা চুরি করেছে দুর্বৃত্তরা।
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, শাখারিয়ার পল্লীমঙ্গলে বাজারে এনআরবিসি ব্যাংকের উপশাখা রয়েছে। সেখানকার ছোট একটি সিন্দুক কেটেছে দুর্বৃত্তরা। প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা ছাদ দিয়ে ভিতরে ঢুকে ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা চুরি করেছে। সেখানে পর্যাপ্ত সিসি ক্যামেরা নেই, কোনো নিরাপত্তাকর্মীও নেই। যে ক্যামেরা আছে তার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL