২১-নভেম্বর-২০২৪
২১-নভেম্বর-২০২৪
Logo
রাজশাহী

বগুড়ায় মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে এসএসসি পরীক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০২-০৪ ১৬:২১:৪২
...

বগুড়া ব্যুরো :
বগুড়ার শেরপুর উপজেলায় স্কুলের বিদায় অনুষ্ঠান শেষে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত এবং একজন আহত হয়েছে। নিহত সাদেকুল ইসলাম (১৬) শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনি গ্রামের আমজাদ হোসেনের ছেলে। সে শেরপুর শহরের শেরউড প্রা. স্কুলের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। এ দুর্ঘটনায় সিয়াম (১৬) নামের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রোববার শেরপুর থানার ওসি রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন। এরআগে শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় এসএসসি পরীক্ষার্থী সাদেকুল মারা যায়।

নিহতের পরিবার জানায়, শনিবার সাদেকুলসহ তার কয়েকজন বন্ধু বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান শেষে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। বিকেলে শেরপুর-ধুনট সড়কের শালফার শুভলি এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলসহ ছিঁটকে পড়ে গুরুতর আহত হয় দুই বন্ধু। আশঙ্কাজনক অবস্থায় সাদেকুলকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়া হয়। সেখানে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে দুই শিক্ষার্থী। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নাদির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কিন্তু কাউকে পাইনি। পরে জেনেছি একজন মারা গেছে।