২২-নভেম্বর-২০২৪
২২-নভেম্বর-২০২৪
Logo
রাজশাহী

রাজশাহীতে আওয়ামী পরিবারের মিলন মেলা উৎসবে পরিণত

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০২-২৪ ১৭:৪২:৪৪
...

রাজশাহী :
নানা আয়োজনে রাজশাহীতে আওয়ামী পরিবারের ১১তম মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এই বছর গতকাল শনিবার (২৪ ই ফেব্রুয়ারি) রাজশাহীতে শহীদ কামারুজ্জামান উদ্যানে সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠানটি চলে। এইসময় জেলার সকল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে আসেন এবং একে অপরের সাথে কুশল বিনিময় করেন। এইসময় মিলনমেলা অনুষ্ঠানটি উৎসবের রুপ নেয়।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকার, পুঠিয়া-দূর্গাপুর আসনের সাবেক সংসদ সদস্য ডা: মনসুর রহমান সহ উপস্থিত ছিলেন বিভিন্ন আসনের সাবেক সংসদ সদস্য সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মেলায় আগত জেলার মোহনপুর উপজেলার সুমন আলী নামের এক আওয়ামী লীগ কর্মীর কাছে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, প্রতি বছরের মত এইবারও আমরা আওয়ামী পরিবারের মিলন মেলায় এসেছি। সত্যিই এখানে এসে খুবই ভালো লাগছে।
পবা উপজেলার নওহাটা এলাকার লাভলু নামের এক আওয়ামী লীগ নেতা বলেন, এত সুন্দর আয়োজন রাজশাহী কিংবা দেশের অন্য কোথাও হয় কি না আমার জানানাই। এই আওয়ামী পরিবারের মিলন মেলায় এসে সংগঠনের বিভিন্ন নেতা কর্মীর সাথে দেখা হয়েছে ।তাদের খোঁজ খবর নিতে পেরেছি। সবার সাথে একদিনের জন্য থাকতে পেরে খুবই ভালো লাগছে। এত বড় এই আয়োজন করার জন্য রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ ভাইকে বিশেষ ধন্যবাদ জানাই।

মেলার আয়োজক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থিত সকলের সামনে বলেন, এই মেলা হচ্ছে আমাদের প্রাণের মেলা। আমি বিগত দিনে সংসদ সদস্য না থাকলেও এই মেলা আয়োজন করেছি। আর এইবারই প্রথম আমি সংসদ সদস্য হিসেবে এই মেলার আয়োজন করেছি। এই মেলা আসলে আমরা যারা আওয়ামী লীগ করি তাদের জন্য একটা মিলিত হওয়ার একটি দিন। আমরা সবাই এখানে এসেছি। সবাই সবার খোঁজ খবর নিতে পারছি। এটাই অনেক বড় পাওয়া। আমি জানি না রাজশাহী বাদে বাংলাদেশের আর কোথাও এত বড় আর সুন্দর প্রগাম হয় কি না। আমি আশা করছি আমাদের এই আয়োজন সামনের দিনে আরো বড় পরিসরে হবে।