সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের কামারখন্দে হেরোইন রাখার দায়ে সাবিনা খাতুন (৩৭) নামের এক নারীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে তাকে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। একই সাথে আসামীকে গাঁজা রাখার দায়ে দুই বছরের সশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং চোলাই মদ রাখার দায়ে ২ বছরের সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
রোববার দুপুরে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত সাবিনা খাতুন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল উত্তরপাড়া গ্রামের সাইফুল ইসলাম সরকারের স্ত্রী।
জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুর রহমান ও মামলার তথ্য বিবরণীতে জানা যায়, ২০১৬ সালের ১০ নভেম্বর বিকেলে কামারখন্দ উপজেলার জামতৈল উত্তরপাড়া গ্রামের সাবিনা খাতুনের বাড়িতে হেরোইন, গাঁজা ও চোলাই মদ বেচা-কেনার খবরে অভিযান চালায় র্যাব। এ সময় সাবিনা খাতুন পালিয়ে গেলেও র্যাব ৪৮ গ্রাম হেরোইন, ১.৮ কেজি গাঁজা ও ১৪ লিটার চোলাই মদ উদ্ধার করে।
এ ঘটনায় র্যাব-১২ এর ডিএডি প্রদিপ কুমার সাহা বাদী হয়ে কামারখন্দ থানায় মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত সাবিনা খাতুনকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL