২৪-নভেম্বর-২০২৪
২৪-নভেম্বর-২০২৪
Logo
রাজশাহী

সিরাজগঞ্জে শবে মিরাজ’র গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০২-০৮ ১৫:৫৩:৪৬
...

সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন উদ্যোগে পবিত্র শবে মিরাজে’র গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ সাড়ে টায় দিকে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন,উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস এম রফিবুল হাসান।

ইমাম গণের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, আলেম-ওলামারাই ইসলামের সঠিক ব্যাখ্যা ও দাওয়াত দিতে পারেন। পবিত্র ইসলামের নামে জঙ্গিবাদ ও সন্ত্রাস তা কুরআন-সুন্নাহর অপব্যাখ্যার কারণেই হচ্ছে। ইসলাম শান্তির ধর্ম। সাম্য ও সপ্রীতির আহবান নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (স.) এ পৃথিবীতে আগমন করেছেন। পৃথিবী থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য বর্বরতা দূর করেছেন। শান্তির সমাজ প্রতিষ্ঠা করেছেন। সুতরাং ইসলামের নাম ব্যবহার করে যারা অশান্তি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল্লাহ সরকার, সহকারী পরিচালক মোঃ আব্দুল বাছেদ প্রমুখ। পরে উপজেলা পর্যায়ে মসজিদের ইমাম, খতিব,এবং আলেম ওলামাদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গি বাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।