নিজস্ব প্রতিনিধি
সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ জেলা আইনজীবি সমিতির বার্ষিক নির্বাচন সব মকর পরিবেশে সমাপ্ত হয়েছে।
গত বুধবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে। গভীর রাতে ভোট গননা শেষ হয়।
এতে ২টি প্যানেল প্রতিদ্বন্দিতা করে। এদের মধ্যে একটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সন্মেলিত আইনজীবি সমন্বয় পরিষদ। যার সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন বিশিষ্ট আইনজীবি কায়সার আহম্মেদ লিটন ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করেন অ্যাড. শহিদুল ইসলাম লিটন। অপরদিকে বিএনপি, জামায়াত সমর্থিত প্যানেলে সভাপতি পদে অ্যাড.শাকিল মোহাম্মাদ শরিফুর হায়দার (রফিক সরকার) ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করেন অ্যাড. মোঃ মাসুদুর রহমান মাসুদ।
নির্বাচনে সন্মেলিত আইনজীবি সমন্বয় পরিষদ- সভাপতি সহ ১০টি পদে এবং বিএনপি-জামায়েত সমর্থিত সাধারণ সম্পাদক পদ সহ ৭টি পদে জয় লাভ করে ।
সন্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদের সভাপতি পদে কায়সার আহমেদ লিটন, সহ সভাপতি পদে লুৎফর রহমান, গ্রন্থগার সম্পাদক পদে আসিফ আজাদ ( রাতুল), সহ গ্রন্থগার সম্পাদক খাতুনে জান্নাত (বন্যা), সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোঃ মুজাহিদ বিন রহমান (মিঠুন), হিসাব নিরীক্ষক মোঃ গোলাপ হোসেন, সহ- হিসাব নিরক্ষক মোঃ সাইফুল্লাহ তাড়াশী, নির্বাহী সদস্য পদে হেদায়েতুল ইসলাম, এ কে এম হাসান ফারুক রুমী, মোঃ রেজাউল বারি ( রন্টু),
বিএনপি-জামায়েত সমর্থিত প্যানেলে সাধারণ সম্পাদক পদে মোঃ মাসুদুর রহমান মাসুদ, সহ সাধারন সম্পাদ নাদিম ইবনে মোস্তফা, সহ সভাপতি পদে মোঃ আলিমুল হক, কোষাদক্ষ পদে মোঃ ওয়ালিউল্লাহ, নির্বাহী সদস্য পদে মোঃ আমান উল্লাহ মন্ডল, মোঃ রফিকুল ইসলাম সেলিম, মোঃ এনামুল করিম শাহিন । মোট ৪০০ ভোটারের মধ্যে ১৭ টি পদে উভয় প্যানেলে প্রার্থীদের ভোট প্রয়োগ করেন ৩৮৬ জন আইনজীবি।
উল্লেখ্য, এবারের নির্বাচনে সবোর্চ্চ ২৪২ ভোট পেয়ে সভাপতি পদে এবং সর্ব নিম্ন ১৮৪ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন রেজাউল বারি রন্টু ।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL