• ঢাকা
  • ০২-এপ্রিল-২০২৩
img

আটঘরিয়ায় চরমপন্থী দলের সদস্যকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত : ২০২২-১০-২৭ ১২:১৭:৩৫
photo প্রতিকী ছবি

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ওলির মোড়ে নামক স্থানে আবু মুসা সাহ(৩২) নামে এক চরমপন্থী দলের সদস্যকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত আবু মুসা সাহ একদন্ত দিয়ারপাড়া গ্রামের ওলিয়া মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার(২৬) অক্টোবর সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ওলির মোড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন। 


পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় আবু মুসা সাহ ওলির মোড়ে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এসময় কে বা কাহারা তাকে লক্ষ্য করে গুলি করলে ঘটনা স্থলেই সে মারা যায়। 


এবিষয়ে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন বলেন, নিহত আবু মুসা সাহ চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিলেন। সে এলাকায় বিভিন্ন সময়ে চাঁদাবাজি করে আসছিল। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। 

© দিন পরিবর্তন

ভারপ্রাপ্ত সম্পাদক: মুস্তাফা কালিমুল্লাহ আল মামুন, প্রকাশক: বাংলাদেশ নিউজ এ্যান্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং হাউজ, ১ আর.কে.মিশন রোড, ঢাকা হতে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: প্লট নং-৩১৪/এ, রোড-১৮, বøক-ই, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ৫৫০৩৬৪৫৬-৭, ৫৫০৩৬৪৫৮ সার্কুলেশন: ০১৮৪৭-৪২১১৫২ বিজ্ঞাপন : ০১৮৪৭-০৯১১৩১, ০১৮৪৭-৪২১১৫৩, ০১৭৩০-৭৯৩৪৭৮।

Email: dinparibarton@gmail.com, Advertisement: dpadvt2021@gmail.com