টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর শহরের ফটিকজানী এলাকায় চলাচলের রাস্তা বন্ধ করায় তিনটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। মো. আলাউদ্দিন নামে তাদের এক প্রভাবশালী প্রতিবেশীর বিরুদ্ধে রাস্তাটি বন্ধের অভিযোগ পাওয়া গেছে। রাস্তাটি বন্ধ থাকায় এক সপ্তাহ ধরে চলাচলের বিড়ম্বনায় পড়েছে পরিবারগুলো। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ফটিকজানী এলাকার তমিজ উদ্দিনের তিন ছেলে নুরুল ইসলাম, সালাম ও শেখ ফরিদ ওই গ্রামে বসবাস করে আসছেন। প্রভাশালী আলাউদ্দিনের নেতৃত্বে একটি মহল ওই তিন পরিবারের বাড়ির সামনেই সরকারি জায়গা দখল করে কৌশলে মসজিদের ইমামের থাকার ঘর নির্মাণ করেন। এতদিন ইমামের থাকার ঘরের পাশ দিয়ে ওই তিনটি পরিবার যাতায়াত করে আসতেছিলেন। সম্প্রতি আলাউদ্দিন শত্রুতাবসত তার লোকজন দিয়ে ইমারত নির্মাণ করে রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। এতে করে অবরুদ্ধ হয়ে মানবেতর জীবন যাপন করছে ওই তিন পরিবার।
জানা যায়, ফটিকজানী গ্রামের তজিম উদ্দিন মন্ডলের ছেলে নুরুল ইসলাম, সালাম ও শেখ ফরিদ আলাউদ্দিনের অবৈধ সীসা কারখানার উত্তর পাশে বসবাস করে আসছিলেন। সম্প্রতি আলাউদ্দিন ওই সীসা কারখানার সীমানা প্রাচীর নির্মাণের সময় তিন ভাইয়ের জমি দখলের চেষ্টা করেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে গত মঙ্গলবার (২৪ আগস্ট) ওই তিনটি পরিবারের বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তাটি ইমারত তৈরী করে বন্ধ করে দেয়।
ভুক্তভোগী সালাম জানান, প্রতিবেশী আলাউদ্দিন সম্পর্কে আমার চাচাতো ভাই। তিনি তার অবৈধ সীসা তৈরীর কারখানার জন্য আমার বাড়ির জমিটি অন্য জমির সাথে এওয়াজ বদল করে চান। কিন্তু আমি সেই জমি দিতে অস্বীকৃতি জানালে আলাউদ্দিন আমাদের যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছেন।
এ বিষয়ে এলেঙ্গা পৌর শহরের ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র সুকুমার ঘোষ বলেন, এ বিষয়ে আমরা গ্রাম্য সালিশে রাস্তাটি তিন পরিবারের জন্য সচল রাখতে পরামর্শ দিয়েছিলাম। কিন্তু আলাউদ্দিন স্থানীয় কয়েক জনকে সাথে নিয়ে ওই জায়গাটি দখলের চেষ্টা করছেন।
অভিযুক্ত আলাউদ্দিন বলেন, সরকারী খাল মাটি ভরাট করে ইমামের বাসস্থান নির্মাণ করেছে মসজিদ কমিটি। পূর্বে চলাচলের রাস্তাটি বন্ধ করে তাদের জন্য বিকল্প রাস্তা তৈরী করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হোসেইন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL