নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে সাড়ে ৩টার দিকে মিরপুর রেল ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মিরপুর উপজেলার নওপাড়া এলাকার আজিম উদ্দিনের ছেলে নাঈম আলী (১৬) ও একই উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের রবিউল শাহের মেয়ে ঋতু খাতুন (১৫)। এদের মধ্যে নাঈম বডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। আর ঋতু ছিল মিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই দু’জন রেল লাইনের ওপর দিয়ে হাটছিল। জিকে সেচ প্রকল্পের ওপরের রেল ব্রিজের ওপর দিয়ে পার হওয়ার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেসে ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। মৃত দু’জনের মধ্যে কোনো সম্পর্ক ছিল কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL