চুয়াডাঙ্গায় দর্শনার্থী যুগলকে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা ২টার দিকে সদর উপজেলার দশমাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে খেলনা অস্ত্র ও ছিনিয়ে নেওয়া বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়।
আটক ছিনতাইকারীর নাম আজিমুদ্দীন স্বপন (২১)। সে সদর উপজেলার দশমী গ্রামের বরকত আলীর ছেলে।
পুলিশ জানায়, দশমাইল এলাকায় একটি বিলে বিভিন্ন দর্শনার্থীরা ঘুরতে যায়। সোমবার দুপুরে একটি যুগল ওই বিলে ঘুরতে গেলে তাদেরকে জিম্মি করে অস্ত্রের জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে স্বপন ও তার সহযোগী রবিউল ছিনিয়ে নেয় নগদ টাকা, মোবইল ফোন, আংটিসহ বিভিন্ন জিনিস। পরে স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পারলে ওই দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। অভিযুক্ত আরও একজনের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL