২১-নভেম্বর-২০২৪
২১-নভেম্বর-২০২৪
Logo
সারাদেশ

চলন্ত ট্রাকে উচ্চস্বরে গান, অর্ধশত শিশু-কিশোর আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিতঃ ২০২২-০৭-১২ ১৭:১৯:০৯
...

ঈদ আনন্দে চলন্ত ট্রাকের ওপর উঠে উচ্চস্বরে গান বাজিয়ে নাচানাচির সময় অর্ধশত শিশু কিশোরকে আটক করেছে পুলিশ।

সোমবার ঈদের দ্বিতীয় দিন বিকেলে শহরের শহীদ হাসান চত্বর ও আবুল কাশেম সড়ক এলাকা থেকে এসব শিশু কিশোরকে আটকের পর তাদের থানা হেফাজতে নেয় পুলিশ। পরে বয়স বিবেচনায় মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় মুক্তি দেওয়া হয় তাদের।

পুলিশ জানায়, ঈদের আনন্দে অতি উৎসাহী হয়ে স্পিকার ভাড়া করে চলন্ত ট্রাকে উচ্চস্বরে গান বাজিয়ে অপ্রাপ্ত বয়সী শিশুকিশোররা ট্রাকের ওপর নাচানাচি বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এতে যেমন দুর্ঘটনা আশঙ্কা রয়েছে তেমনি দূষণ হচ্ছে পরিবেশ। তাই তাদের বিরুদ্ধে অভিযানে নেমে পুলিশ শহর থেকে দুটি ট্রাক গতিরোধ করে অর্ধশত শিশু কিশোরকে আটক করে থানায় নেওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল জানান, পশ্চিমা সংস্কৃতিকে অনুসরণ করে বেপরোয়া হয়ে উঠছে উঠতি বয়সীরা। এ অপসংস্কৃতি প্রতিরোধ করতে পুলিশ অভিযান চালায়। পরে তাদের সকলের বয়স বিবেচনায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ সময় অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়।