রাজধানীর তুরাগের বাউনিয়া বটতলা এলাকায় গভীর রাতে ২০ টি পরিবারে চলাচলের একটি মাত্র রাস্তা বন্ধ করে আটকে দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় রোববার রাতে ভুক্তভোগীরা তুরাগ থানায় নেয়াজ মোরশেদ নামের নামের এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগীরা জানান, হঠাৎ করে গভীর রাতে তাদেরকে না জানিয়েই পাশের বাড়ির মালিক নেয়াজ মোর্শেদ চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এতে আটকা পড়ে ২০টি পরিবার। বিষয়টি নিয়ে সবাই প্রতিবাদ করতে গেলে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি ধামকি দেয় নিয়াজ মোর্শেদ ও তার স্ত্রী পারভিন এমনকি মারধরও করা হয় ভুক্তভোগীদের।
ভুক্তভোগীরা জানান, এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করার পর ঘটনাস্থলে আসে পুলিশ। তবে তাদের কেউ ঢুকতে বাসায় প্রবেশ করতে দেয়নি অভিযুক্তরা। বিষয়টি জানানো হয়েছে স্থানীয় কাউন্সিলর ফরিদ আহমেদ ও ঢাকা ১৮ আসনের এমপি আলহাজ্ব হাবিব হাসানকে। তবে এখনই এ বিষয়ে কোনো সুরাহা করতে পারেনি তারা।
রাস্তা কেনো বন্ধ করে দেওয়া হয়েছে এই বিষয়ে জানতে নিয়াজ মোর্শেদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখন ব্যস্ত আছি বিষয়টি নিয়ে পরে কথা বলবো বলে লাইন কেটে দেন। পরবর্তীতে নিয়াজ মোর্শেদ এর স্ত্রী পারভিনকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি এই বিষয়ে কোনো কথা বলতে চান না বলে জানিয়ে দেন।
তুরাগ থানা উপ পুলিশ পরিদর্শক মো. আলমগীর জানান, রাত ২টায় খবর পেয়ে ঘটনাস্থলে যাই। উভয় পক্ষকে প্রমাণসহ থানায় আসতে বলা হয়েছে। যদি তারা সমাধানে না আসে, তাহলে তাদেরকে আদালতে পাঠিয়ে দেওয়া হবে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL