২৩-নভেম্বর-২০২৪
২৩-নভেম্বর-২০২৪
Logo
সারাদেশ

ত্রাণের টিন উদ্ধারের ৩মাস পেরিয়ে গেলেও নেওয়া হয়নি আইনী পদক্ষেপ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৩-০৯-২৩ ১৫:৩০:০৯
...

লালমনিরহাট প্রতিনিধি:


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসের সাবেক অফিস সহকারী ইউনুছ আলীর বাড়ি থেকে ত্রাণের ৬৩পিচ টিন উদ্ধারের ৩মাস পেরিয়ে গেলেও তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোন আইনী পদক্ষেপ। গত ২৫মে লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী এলাকায় তার নিজ বাড়ি থেকে ত্রাণের ওই টিন উদ্ধার করে থানা পুলিশ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পলাশি এলাকায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সাবেক অফিস সহকারী ইউনুছ মিয়ার বাড়ি ও তার পাশের বাড়ি থেকে ৬৩ পিচ (৭ বান্ডিল) টিন উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। তবে অভিযানের সময় এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করেনি পুলিশ। আর এসময় অভিযুক্ত ইউনুস আলী দাবী করেন, তিনি উপকার ভোগিদের নিকট থেকে এসব টিন কিনে নিয়েছেন।


স্থানীয় তোফাজ্জল হোসেন নামে এক উপকারভোগী  জানায়, ইউনুছ আলী তাদেরকে ত্রানের টিন পাইয়ে দিবে বলে তাদের স্বামী স্ত্রীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নেয়। দির্ঘদিন পেরিয়ে গেলেও তাদের নামে কোন টিন বরাদ্দ আসে না। পরে তারা জানতে পারে তাদের নামে টিন উত্তোলন করে বাড়ি বানিয়েছেন ইউনুছ আলী। পরে বিষয়টি জানাজানি হলে ইউনুছের বাবা তড়িঘড়ি করে  আঃ ছাত্তার ছেলেকে বাচানোর জন্য তার বাড়ির ঘর থেকে ত্রানের টিন খুলে ভুক্তভোগীর বাড়িতে নিয়ে যায়। কিন্তু তারস ব্যবহৃত টিন নিতে অস্বীকার জানায়। পরে টিনগুলো নিজ বাড়িতেই রেখে দেয় অভিযুক্ত  ইউনুছ। এ ব্যাপারে উপকারভোগী পরিবার জেলা প্রশাসক বরাবরে একটি অভিযোগও দিয়েছেন।


আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক জানান, ওই সময় ত্রানের টিন গুলোর প্রকৃত মালিককে পাওয়া না যাওয়ায় তখন কোন আইনী পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ার বলেন, জব্দকৃত টিনের বিষয়ে সংশ্লিষ্ট থানায় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানান, ত্রানের এতোগুলো টিন উদ্ধারের এতোদিনেও কেন কোন আইনী ব্যবস্থা নেয়া হয়নি বিষয়টি তার জানা ছিল না। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানায় নির্দেশ প্রদান করা হবে।