নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার প্রেসিডেন্ট রোড এলাকায় জিএম গার্ডেন নামে একটি আবাসিক ভবনের ৮ তলার রান্না ঘরে গ্যাসলাইনের লিকেজে জমে থাকা গ্যাসের আগুনের বিস্ফোরণে দুই নৈশ প্রহরী দগ্ধ হয়েছেন। তাদের শরীরের অনেকাংশ জলসে গেছে। রবিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- নৈশপ্রহরী উজ্জল ও মানিক। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস ও ভবনের বাসিন্দাদের সূত্রে জানা যায়, জিএম গার্ডেনের ৮ তলায় ছিল কমিউনিটি সেন্টার আদলে কয়েকটি কক্ষ। ভবনের কারো কোনো অনুষ্ঠান হলে সেখানে আয়োজন করা হতো।
আরেক নৈশ প্রহরী মোহাম্মদ আলী জানান, ৮ তলায় গ্যাসের লাইনে সমস্যা ছিল। এজন্য মিস্ত্রি এসে সেটা মেরামত করে এক পর্যায়ে তারা নিচে নেমে যায়। তখন রান্না ঘরের দরজা জানালা বন্ধে জমে থাকে গ্যাস।
পরে দুই নৈশ প্রহরী সিগারেট হাতে ওপরে উঠে রুমে প্রবেশের সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এতে দুজনই দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL