১৮-ডিসেম্বর-২০২৪
১৮-ডিসেম্বর-২০২৪
Logo
সারাদেশ

পটিয়ায় বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিতঃ ২০২২-০৭-১২ ১৭:৪০:৪৮
...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ জন যাত্রী নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে পটিয়া উপজেলার ভাইয়ারদিঘির পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত পটিয়া থানার ওসি রেজাউল করিম বলেন, ‘বাসচাপায় অটোরিকশার পাঁচ জন নিহত হন। দুর্ঘটনায় বাসটি উল্টে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে বেশ কয়েকজন বাস যাত্রীও আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর। নিহতদের এখনও পরিচয় পাওয়া যায়নি।’ 

এদিকে দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস, স্থানীয় থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা। 

তিনি আরও জানান, বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অন্যদিকে অটোরিকশাটি পটিয়ার দিকে যাচ্ছিল।