রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৮ কেজি ওজনের একটি বিলুপ্তপ্রায় ঢাঁই মাছ। মাছটি স্থানীয় আড়ৎতে নিয়ে আসলে এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
আজ মঙ্গলবার ভোরে দৌলতদিয়া ৭নম্বর ফেরি ঘাট এলাকায় পদ্মা নদীতে সিরাজগঞ্জের বেলকুচি এলাকার জেলে স্বদেশ হালদার জালে এ মাছটি ধরা পড়ে।
জানা গেছে, বেশ কিছুদিন পদ্মা নদীতে এ ঢাঁই মাছ পাওয়া যাচ্ছিল না। জেলে স্বদেশ হালদার ভোর ৬টার দিকে দৌলতদিয়া ৭নম্বর ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে জাল ফেললে এ ঢাই মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য সকাল সাতটার দিকে দৌলতদিয়া বাজারে অবস্থিত দুলাল মন্ডলের মৎস্য আড়ৎতে নিয়ে আসলে সেখান থেকে দৌলতদিয়া ৫নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ২০ হাজার টাকায় মাছটি কিনে নেন।
মাছ ব্যাবসায়ী শাহজাহান শেখ বলেন, মাছটি দুলাল মন্ডলের আড়ৎতে উন্মুক্ত নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে কিনে নেই। মাছটি কেনার পর ৫ নম্বর ফেরি ঘাটের পন্টুনের সাথে বেধে রেখেছিলাম। মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করা হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা সহকারি মৎস্য কর্মকতা মো. রেজাউল শরীফ জানান, এ ধরনের মাছ খুব একটা দেখা যায় না হঠাৎ হঠাৎ পদ্মা নদীতে এই মাছগুলো দেখা যায়। বর্তমানে মাঝে মধ্যেই পদ্মা নদীতে জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়েছে। পদ্মা নদীর পানিতে থাকা বড় মাছ খুবই সুস্বাদু ও লোভনীয় হয়। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি মাছ পাওয়া যাবে বলে তিনি জানান।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL