২৪-নভেম্বর-২০২৪
২৪-নভেম্বর-২০২৪
Logo
সারাদেশ

বঙ্গোপসাগরে দুটি ট্রলারডুবি, ৮ জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিতঃ ২০২২-০৮-১০ ১৯:২৩:১৫
...

ভোলার চরফ্যাশনের উপকূলের ঢালচরের ২১ জেলে নিয়ে গভীর বঙ্গপসাগরে দুটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে।  এসময় অন্যান্য ট্রলারের মাধ্যমে ১৩ জেলে উদ্ধার হলেও এখনও ৮ জেলে নিখোঁজ রয়েছেন। 

মঙ্গলবার পটুয়াখালী জেলার পায়রা বন্দর সংলগ্ন বঙ্গপসাগরের ২৫/৩০ কিলোমিটার দক্ষিনে ও ঢালচর সংলগ্ন বঙ্গপসাগরের ২১ জেলে নিয়ে চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের কালাম মাঝি ও ইউসুফ মাঝির ট্রলার দুটি ডুবে যায়।

এসময় নদীতে থাকা অন্যান্য ট্রলারের জেলেরা ১৩ জনকে উদ্ধার করতে পারলেও এখনও ৮ জেলে নিখোঁজ রয়েছে।  নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডসহ প্রশাসনের অন্যান্য সংস্থাগুলো কাজ করছে।

ডুবে যাওয়া ট্রলারের মালিক ইউসুফ মাঝির শ্যালক নেছার কাজি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈরি আবহাওয়ায় সাগরে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে।  মঙ্গলবার বিকেলে পটুয়াখালী জেলার পায়রা বন্দর সংলগ্ন বঙ্গপসাগরের গভীরে ১৩ জেলেসহ ইউসুফ মাঝির মাছধরার ট্রলারটি ডুবে যায়।  এসময় ইউসুফ মাঝিসহ ৫ জেলে উদ্ধার হলেও ৮ জন নিখোঁজ রয়েছে।  উদ্ধার হওয়া জেলেরা পটুয়াখালী জেলার মহিপুর থানার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।  ট্রলারে থাকা জেলেরা প্রত্যেকেই চরফ্যাশন উপজেলার বাসিন্দা।

অপরদিকে ঢালচরের জেলে আবুল হোসেন জানান, মঙ্গলবার সকাল ঢালচর সংলগ্ন বঙ্গপসাগরের ৮ জেলে নিয়ে ঢালচরের কালাম মাঝির মাছ ধরার ট্রলার ডুবে যায়।  এসময় ৮ জেলেই অন্যান্য ট্রলারের মাধ্যমে জীবিত উদ্ধার হয়।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল নোমান দুটি ট্রলার ডুবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড ও স্থানীয়রা যৌথভাবে কাজ করছে।  তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যহত হচ্ছে বলে জানান তিনি।