২৪-নভেম্বর-২০২৪
২৪-নভেম্বর-২০২৪
Logo
সারাদেশ

ব্রিজে উল্টে গেলো বাস, চালক-হেলপার তুরাগ নদে

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০১-২৪ ১২:০৭:৪৪
...

গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন কড্ডা বাজার এলাকায় ব্রিজের ওপর একটি বাস উল্টে চালক ও হেলপার তুরাগ নদে পড়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কড্ডা ব্রিজে একটি বাস রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় বাসের চালক ও হেলপার তুরাগ নদে পড়ে যান। আহত হয়েছেন কমপক্ষে বাসের ১৫ যাত্রী।


স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক বলেন, ব্রিজের ওপর বাস উল্টে ১০-১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে, বাসের চালক ও হেলপারের অবস্থা গুরুতর। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।