ঈদুদ আজহাকে সামনে রেখে নওগাঁর একটি মসলা বাজারে অভিযান চালিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৩ জুলাই) দুপুরে চার প্রতিষ্ঠানকে মোট ৫,০০০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন।
জানা গেছে, ঈদুল আজহাকে সামনে রেখে মসলা বাজারে অভিযান চালিয়েছে। এসময় মূল্যের চার্ট প্রদর্শন না করার অপরাধে শহরটির পাইকারি মসলাপট্টি এলাকার চার প্রতিষ্ঠানকে ৫,০০০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে তাপস স্টোরকে ৫০০ টাকা, সুজন স্টোরকে ১,০০০ টাকা, হানিফ স্টোরকে ২,০০০ টাকা এবং মেসার্স শেখ ব্রার্দারকে ২,০০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা করার সময় জেলা পুলিশের একটি সমষ্টি উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন বলেছেন, ঈদুল আজহাকে সামনে রেখে মসলাজাতীয় দ্রব্যদিসহ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ অভিযান চালানো হয়। এছাড়া নিয়মিত ভাবে জেলার বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL