করোনার ভয়াবহ পরিস্থিতিতেও কুমিল্লার সাধারণ মানুষের মাঝে নেই মাস্ক ব্যবহারের সচেতনতা। স্বাস্থ্যবিধি মানাতে চলছে প্রশাসনিক কঠোরতা, তবুও অনেকেই পরছেন না মাস্ক। স্বাস্থ্য বিভাগ বলছে, এ সময়ে মাস্কের কোনো বিকল্প নেই। জেলা প্রশাসক জানিয়েছেন মাস্কের উদাসীনতার বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার (৮ এপ্রিল) কুমিল্লা নগরীর চকবাজার, রাজগঞ্জ, নিউ মার্কেট, কান্দিরপাড় এলাকায় দেখা যায় মাস্ক ছাড়াই চলাফেরা করছেন অধিকাংশ মানুষ। আবার মাস্ক পরলেও কারো মাস্ক থুতনিতে, কারো আবার নাকের নিচে।
দুপুরের দিকে করোনা টিকার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন জামিলা বেগম। সামাজিক দূরত্ব ছাড়াই শতশত মানুষের সঙ্গে টিকা নিতে লাইনে দাঁড়িয়ে তিনি। মাস্ক কেন পরেননি? প্রশ্ন করা হলে উত্তর দিতে রাজি হননি তিনি।
মাস্ক পরার প্রশ্নে রিকশা চালক জসিম বলেন, ‘প্রচণ্ড গরমে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সব সময় মাস্ক পরা যায় না।’
একই কথা জানান রাজগঞ্জ বাজারের এক ব্যবসায়ী। তিনি বলেন, সারাদিন দোকানে বসে থাকি, কতক্ষণ মাস্ক পরে থাকব।
কান্দিরপাড়-পদুয়ারবাজার রোডের সিএনজি চালিত অটোরিকশা চালক লিটন মিয়া বলেন, ‘মাস্ক পরে থাকলে যাত্রীরা কথা বোঝে না। যাত্রীদের ডাকলে শোনে না। তাই কথা বলার সময় মাস্ক খুলে কথা বলি।’
জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু সাঈদ জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। গত মঙ্গলবার চারটি পৃথক অভিযানে ৩২টি মামলা করা হয়েছে। এতে ৪৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ৩৩টি মামলায় ৩০ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।
কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন বলেন, ‘কুমিল্লায় আবার করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার ৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন পাঁচজন। তাই মাস্ক পরার বিকল্প নেই। শুধু মাস্ক সঙ্গে রাখলেই হবে না। সঠিক নিয়মে মাস্ক পরতে হবে।’
জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘এ সময়ে মাস্ক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মাস্ক এখন সহজে পাওয়া যায়। মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলা পুলিশ থেকে আমরা বারবার সচেতন করছি। বিনামূল্যে মাস্ক বিতরণ করেছি।’
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘আমরা মাস্ক ব্যবহারের জন্য বারবার বলেছি, এখনও বলছি। মাস্ক ছাড়া বাইরে চলাফেরা করা যাবে না। গত ছয় দিনে প্রায় ১৭০ জনকে মাস্ক না ব্যবহারের কারণে জরিমানা করা হয়েছে। মাস্কের
বিষয়ে নিজ থেকে সচেতন হতে হব।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL