টাঙ্গাইলের মির্জাপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৮জন মাদক বিক্রেতা ও সেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার পৌরসদরের ১নং ওয়ার্ড পোষ্টকামুরী গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। দণ্ডপ্রাপ্ত অধিকাংশ আসামীর বিরুদ্ধে মির্জাপুর থানায় ডাকাতি, ছিনতাই, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ মো. আবু সালেহ মাসুদ করিম এ অভিযানে নেতৃত্ব দেয়। আটকের পর তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে টাঙ্গাইল জেলা জেল হাজতে প্রেরণ করেন। অভিযানকালে থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন, সেকেন্ড অফিসার মোশারফ হোসেনসহ একাধিক পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- লুৎফর, সাগর, আন্নাস, জামিল, সেলিম, পিন্টু, রবিন, শফিক, রুবেল, হিরো, সৌরভ, আলম, মজনু, আহম্মেদ, খিজির, শফিকুল, মোফাজ্জল, শাহজাদা।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL