২১-নভেম্বর-২০২৪
২১-নভেম্বর-২০২৪
Logo
সারাদেশ

সোনারগাঁ থানার ওসিকে বদলি

দিন পরিবর্তন ডেস্ক

প্রকাশিতঃ ২০২১-০৪-০৫ ১০:০৯:১০
...

নারায়ণগঞ্জে হেফাজতে নেতা মামুনুল হক অবরুদ্ধ ও হামলার ঘটনায় সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে। রবিবার (৪ এপ্রিল) রাতে ওই ওসিকে বদলি করা হয়। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি এটিকে জনস্বার্থে বদলি বলছেন। 

জানা গেছে, হেফাজত ইসলাম ঢাকা মহানগরের ১০ নম্বর অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ বাদী হয়ে স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন। এ সময় হেফাজতের নেতারা থানার ভেতরে গণমাধ্যম-কর্মীদের সাথে কথা বলেন। এক পর্যায়ে তারা ৭১ টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি বুলবুল আহম্মেদের মুঠোফোন কেড়ে নিয়ে আছড়ে ভেঙে ফেলেন। তারা গণমাধ্যমকর্মীদের নামে স্লোগান দিতে দিতে থানার ভেতর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে যান। এ ঘটনার পর রবিবার (৪ এপ্রিল) রাতে ওসিকে বদলি করা হয়।

উল্লেখ্য, শনিবার (৩ এপ্রিল) হেফাজতের নেতা মামুনুল হক এক নারীকে নিয়ে সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে যান। এর পরে সেখানে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। এই ঘটনায় রোববার (৪ এপ্রিল) ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতার নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেয় হেফাজতে ইসলাম।