টাঙ্গাইলের মির্জাপুরে আত্মীয় বাড়ি বেড়াতে এসে বাড়ি ফেরার পথে সড়ক পার হওয়ার সময় বাস চাপায় প্রাণ হারালো মা ও তার দুই সন্তান। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে উপজেলার পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- উপজেলার বাঁশতৈল ইউনিয়নের মাসুদ করিমের স্ত্রী পারভীন বেগম (২৯), ছেলে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সুমন (৮), মেয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার (৭)।
প্রত্যক্ষদর্শী সুমন মিয়া জানায়, নিহত তিনজন একই উপজেলার বানাইল ইউনিয়নের ভূষুন্ডি গ্রামে বেড়ানো শেষে বাড়ি ফেরার উদ্দেশে পাকুল্যা এলাকায় সড়ক পার হচ্ছিল। এসময় উত্তরবঙ্গগামী একটি দ্রুতগতির বাস গাড়ি তাদের তিনজনকে চাপা দিয়ে চলে যায়। পরে ঘটনাস্থলেই শিশু সাদিয়া আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুর্ঘটনার পর থেকেই সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ স্থানীয় জনতা। এতে সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েছেন যানবাহনের যাত্রীরা। পরিস্থিতি স্বাভাবিক করতে জেলা প্রশাসক থেকে শুরু করে পুলিশ-প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিক্ষুব্ধ জনতাদের সামাল দেয়ার চেষ্টা চালাচ্ছেন প্রশাসনের কর্মকর্তারা।
সংবাদটি লেখা পর্যন্ত তথ্যে জানা গেছে, টাঙ্গাইল জেলা প্রশাসক ঘটনাস্থলে এসে স্থানীয় জনতাদের ১৫ দিনের মধ্যে ওইস্থানে আন্ডারপাস করে দেয়ার আশ্বাস দিলে সড়ক ছেড়ে দেয়। যানচলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL