২১-নভেম্বর-২০২৪
২১-নভেম্বর-২০২৪
Logo
সিলেট

জৈন্তাপুরের শাপলা বিল, শুধুই কাছে টানে

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০২-১৪ ১৭:২৫:৩৫
...

আব্দুল হান্নান, সিলেট:
এ যেন এক অপরূপ দৃশ্য। মোহনীয় মন ভোলানো। যে দিকে চোখ যায় শুধুই লাল শাপলার ফুল। যেন লাল গালিচার মতোই। একবার দেখলে বার বার দেখতে ইচ্ছে হয় সে দৃশ্য। কাছে টানে বার বার। এমনি এক পর্যটন স্পটের নাম শাপলা বিল। সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এলাকায় অবস্থিত এ বিল এই বসন্তে প্রকৃতি প্রেমীদের কাছে এক আকর্ষণের কেন্দ্রবিন্দু। চারপাশে সবুজের সমারোহ আর মাঝখানে বিশাল বিলের মাঝে লাল শাপলার উপস্থিতির কারণেই এই জায়গার নাম এখন শাপলা বিল।

সিলেটের প্রকৃতি প্রেমীদের কাছে শাপলা বিল হিসেবে পরিচিতি থাকলেও আগে থেকেই এই এলাকার গুরুত্ব বেশী। এই লাল শাপলার বিলের অবস্থান বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মেঘালয়ের সবুজ পাহাড়ের পাদদেশ। ডিবি বিল, ইয়াম বিল, হরফকাট বিল, কেন্দ্রী বিলসহ ৯০০ একর এলাকাজুড়েই লাল শাপলার ‘রাজ্য’। আর এ ‘রাজ্যে’র চারপাশে সারি সারি গাছ আর সবুজ প্রকৃতির কারণেও মানুষের আকর্ষণও বেশী একে ঘিরে।

প্রতিবছর অসংখ্য পরিযায়ী পাখি আসে এই হাওরে। তার মধ্যে বালিহাঁস, পাতি সরালি, পানকৌড়ি, নীলকণ্ঠী, সাদা বক, জল ময়ূরসহ অসংখ্য প্রজাতির পাখি দেখা যায়। তখন নতুন রুপ দেখা যায় শাপলার বিলের। যে কারণে সিলেটের জৈন্তাপুর হয়ে জাফলং ঘুরতে যাওয়ার সময় পর্যটকেরা লাল শাপলার বিলে ঘুরে যান। অনেকে কেবল বিলের সৌন্দর্য দেখতে আসেন। পুরো দিনটা কাটিয়ে দেন এখানেই। ভোরবেলা দূর থেকে দেখলে মনে হবে প্রকৃতি লালগালিচা বিছিয়ে যেন পর্যটকদের বরণ করতে হাতছানি দিয়ে ডাকে।

পথ নির্দেশনা: সিলেট নগর থেকে সিলেট-তামাবিল সড়কপথে বাস, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা অথবা প্রাইভেট কার, মাইক্রোবাসে করে যাওয়া যাবে বিলে। জৈন্তাপুর উপজেলা সদর ছেড়ে তামাবিল স্থলবন্দরে যাওয়ার আগেই সড়কের ডান পাশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডিবির হাওর বিশেষ ক্যাম্পের সাইনবোর্ড দেখা যাবে। ক্যাম্পের পাশ দিয়ে কাঁচা রাস্তায় প্রায় পৌনে এক কিলোমিটার পথ পেরোলেই চোখে পড়বে শাপলার বিল। নৌকায় লাল শাপলার বিল ঘুরতে ভাড়া নেবে ৪০০ টাকা। লাল শাপলার বিলে ঘুরে যাওয়ার উপযুক্ত সময় এখনই।

তাছাড়া যে কেউ সিলেটের পর্যটকদের গাইড নিয়ে গুরতে পারেন এই এলাকা। এজন্য তাদেরকে অনলাইনে খুজে নিতে হবে বিশ্বস্থ কোনো ট্যুর গাইডকে। যাদের কারণে আপনার ভ্রমনকালীন সময়টুকু আরো উপভোগ্য এবং আনন্দময় হয়ে উঠতে পারে কোনো বাড়তি ঝামেলা ছাড়াই। শাপলা বিলকে ঘিরে এই এলঅকা পর্যটনে নতুন মাত্রা যোগ হোক এটি সকলের প্রত্যাশা।