নিজস্ব প্রতিনিধি
গোয়াইনঘাট (সিলেট) :
সিলেটের গোয়াইনঘাটে ভয়াবহ আগুনে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াগ্রাম উত্তর গ্রামের আব্দুল মতিনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বসত ঘরের মালিক আব্দুল মতিন জানান, আমি পরিবারের লোকজন নিয়ে ইফতার শেষে তারাবির নামাজের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে দ্রুত ঘরের চতুর্দিকে আগুন ছড়িয়ে পড়ে, এতে আমার সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। নগদ টাকা, ধান, চাউল ও আসবাবপত্রসহ ২টি গরু আগুনে ঝলসে গিয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। খবর পেয়ে জৈন্তাপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় প্রায় ঘন্টাখানেক সময় ধরে চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এ বিষয়ে ফায়ার সার্ভিস জৈন্তাপুর স্টেশনের কর্মকর্তা বায়েজিদ সাংবাদিকদের জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এতে দুটি বসত ঘর আর ২টি গরু ঝলসে গিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL