নিজস্ব প্রতিনিধি
শামছুল আলম আখঞ্জী, তাহিরপুর (সুনামগঞ্জ) :
সুনামগঞ্জের তাহিরপুর -মধ্যনগর উপজেলা সদরের সাথে যোগাযোগ সংযোগ সড়ক স্থাপনে পাঠাবুকা নামক স্থানের নদীর উপর ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন করেন - সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এড রঞ্জিত চন্দ্র সরকার। বৃহস্পতিবার (৭মার্চ) বিকাল আড়াই টার সময় আনুষ্ঠানিক ভাবে এ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
তাহিরপুর উপজেলার এলজিইডি অফিস সূত্রে জানা যায়, এ ব্রীজসহ ১৩কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে, ৪৩কোটি ৭০ লক্ষ টাকা। ২০২৫ সালের মধ্যে এ নির্মান কাজ সম্পূর্ণ হবে।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জী, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খানঁ, সাধারণ সম্পাদক অমল কর, সাংগঠনিক সম্পাদক একলাছুর রহমান, আলমগীর হোসেন খোকন, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমরান হোসেন দিপক, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি ফজলুল রহমান, ডালিম মেম্বার প্রমুখ।
তাহিরপুর উপজেলার প্রকৌশল আরিফ উল্লা খানঁ এ তথ্য নিশ্চিত করে বলেন, এসড়ক নির্মাণ সম্পূর্ণ হলেই, দুই উপজেলার যোগাযোগ ব্যবস্তা সহজ তর হয়ে ওঠবে। অর্থ নৈতিক ভাবে স্বাবলম্বী হবে হাওরাঞ্চলের মানুষ।
এরপর তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে,এড রঞ্জিত চন্দ্র সরকার এমপিরকে, গণসংবর্ধনা প্রদান করা হয়। এসময় তিনি প্রধান অতিথি হিসেবে ,গণসংবর্ধনায় সিক্ত , ভালবাসায় অভিবোত, তাই তিনি বলেন, আমি, আপনাদের কাছে ঋণী, এই ঋণী আমি কোনভাবে শুধকরতে পারবোনা।
সংসদীয় আসনের সকল ভোটারদের কাছে তিনি চির ঋণী ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, আপনাদের পাশে আমৃত্যু পর্যন্ত সুখ- দুঃখের সাথী হয়ে থাকবো,আমি হাওর পাড়ের সন্তান। এই অবহেলিত জনপদে উন্নয়নের ছোঁয়া ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাবো।আপনারা আমাকে সহযোগিতা করবেন। এই প্রথম উন্নয়ন মূলক কর্মকান্ডের কাজ উদ্বোধন করলাম। এই সড়কটি সম্পূর্ণ হলে, দুই উপজেলার জনমানুষের জীবন মান দুর্বার গতিতে ধাপিত হবে আমার বিশ্বাস।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL