০২-এপ্রিল-২০২৫
০২-এপ্রিল-২০২৫
Logo
সিলেট

রঞ্জিত সরকার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০৩-১০ ১৭:১০:০৩
...

তাহিরপুর (সুনামগঞ্জ):
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায়, তাহিরপুর আমদানি কারক গ্রুপ সমিতির পক্ষ থেকে (এমপি) রঞ্জিত সরকারকে সংবর্ধনা প্রদান করা হয়।

আজ রবিবার (১০মার্চ) সকাল ১০টার সময় তাহিরপুর উপজেলার সীমান্ত ঘেঁষা শুল্ক ষ্টেশনের বড়ছড়া খেলার মাঠে, আমদানি কারক সমিতির আয়োজনে, সংবর্ধনা প্রদানের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন তাহিরপুর আমদানি কারক সমিতির সভাপতি আলহাজ্ব আলকাস উদ্দিন খন্দকার, আমদানি কারক সমিতির সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন খোকনের যৌথ পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এড রঞ্জিত চন্দ্র সরকার। এসময় তিনি বলেন, আমি আপনাদের কাছে চির ঋণী, এই ঋণ শোধরাবার মত নয়,আমি আজীবন আপনাদের সাথে সুখ -দুঃখে সাথী হয়ে থাকবো। প্রাণপণ চেষ্টা চালিয়ে যাবো, অবহেলিত জনপদের উন্নয়নে কাজ করবো, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদের সন্তান, হাওর বেষ্টিত জনপদেই আমার জন্ম। ব্যবসায়িদের উত্তাপিত দাবি, যথা সময়ের মধ্যে বাস্তবায়ন করার আশ্বাস প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানঁ, সিনিয়র সহসভাপতি আলী মুর্তজা, সাধারণ সম্পাদক অমল কর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন,দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ইউনুস মিয়া,উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (সাবেক চেয়ারম্যান) জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কালাম, বাদাঘাট বাজার বনিক সমিতির সভাপতি সেলিম হায়দার, জেলা সেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবুল খায়ের, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আমির উদ্দিন, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, বিশ্বজিৎ।

এসময় বিভিন্ন শ্রেণি পেশা লোকজন ও ব্যবসায়িক, রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রমের পূর্বে স্ব স্ব ধর্মের পবিত্র গ্রন্থের অনুশাসন মেনে কোরআন পাঠে হাজী ইউনুস চেয়ারম্যান, বাইবেল পাঠে, তমাস, গীতা পাঠ করেন স্বপ্ন কুমার দাস।
তাহিরপুর আমদানি কারক গ্রুপ সমিতির
২২-২৩ সালে বাৎসরিক প্রতিবেদন পেশ করেন,সমিতির সাধারণ সম্পাদক হাজী মোশাররফ, স্বাগতিক বক্তব্য তাহিরপুর উপজেলা আওয়ামী সহসভাপতি, আমদানি কারক সমিতির সভাপতি আলহাজ্ব আলকাস উদ্দিন। এর পূর্বে এমপির রঞ্জিত চন্দ্র সরকারকে ফুলের তোরা দিয়ে বরণ করে,সমিতির পক্ষ থেকে ক্র্যাশ প্রদান করেন তিনি।
এসময় বক্তারা শুল্ক ষ্টেশনের বিভিন্ন সমস্যা তোলে ধরেন, তাঁর মধ্যে উল্লেখযোগ্য হলো, ড্রাম্পের বাজার হতে বড়ছড়া শুল্ক ষ্টেশন পর্যন্ত নদী ড্রেজিং, রাস্তা ঘাট সংস্কারসহ বর্ডার রাস্তা বাস্তবায়নের দাবি জানান তাঁরা