২৪-নভেম্বর-২০২৪
২৪-নভেম্বর-২০২৪
Logo
সিলেট

সিলেটে কে হবেন সংরক্ষিত মহিলা আসনের এমপি, দিনপরিবর্তনের অপেক্ষায় দলীয় কর্মীরা

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০২-০৩ ১৫:৪৮:০৪
...

আব্দুল হান্নান, সিলেট :
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সিলেট থেকে কারা সংসদ সদস্য হচ্ছেন তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। এ পদে মনোনয়ন পেতে জোর লবিং করছেন কয়েকজন নারী নেত্রী। শেষ মুহুতেৃ কাদের ভাগ্যের শিকে ছিড়ে সেটি নিয়েই এখন সিলেটের আওয়ামী ঘরানায় চলছে নানা হিসেব নিকেশ।

সংরক্ষিত আসনে এমপি হয়ে সংসদে যাওয়ার দৌড়ে আছেন সিলেট বিভাগের বেশ কয়েকজন নেত্রী। মনোনয়ন প্রত্যাশী নারীনেত্রীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। মনোনয়ন বাগিয়ে নিতে আওয়ামী লীগের দায়িত্বশীল কেন্দ্রীয় ও জেলা নেতাদের কাছে ধর্ণা দিচ্ছেন তারা। পাশাপাশি সংসদ সদস্য ও মন্ত্রীদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। তুলে ধরছেন নিজেদের দীর্ঘ রাজনৈতিক জীবনের যাত্রা, প্রত্যাশার কথা।

আইন অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ৯ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশিত হওয়ায় আগামী ৯ এপ্রিলের মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচন করতে হবে।

সিলেট বিভাগে সংসদীয় আসন ১৯টি, আর সংরক্ষিত নারী আসন রয়েছে দুটি। এ বিভাগ থেকে দুই সংরক্ষিত আসনের জন্য বেশ কয়েকজন নারী নেত্রী জোর প্রচেষ্টা চালাচ্ছেন।

সিলেট বিভাগ জুড়ে এখন একটাই আলোচ্য বিষয় সংরক্ষিত আসনে কে হচ্ছেন নারী এমপি। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেতাকর্মীরা তাদের পছন্দের প্রার্থীকে নিয়ে নানা মতামতও প্রকাশ করে চলেছেন।

নির্বাচনের পর থেকেই সংরক্ষিত আসনে মনোনয়নের জন্য নানা জায়গায় ধর্ণা দিচ্ছেন নারী নেত্রীরা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন, আওয়ামী লীগের ধানমন্ডি ও বিভিন্ন নেতাদের অফিস ও বাসায় নারীদের ভিড় চোখে পড়ার মতো। সবার একই কথা, ‘ভাই একটু খেয়াল রেখেন।’

সিলেট বিভাগের চার জেলা থেকে প্রতিবারই সংরক্ষিত আসনে দুইজন এমপি হয়ে থাকেন। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর সিলেট বিভাগ থেকে সংরক্ষিত নারী এমপি নির্বাচিত হন আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী (সিলেট-হবিগঞ্জ) ও শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী (সুনামগঞ্জ-মৌলভীবাজার)।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেয়া চৌধুরী হবিগঞ্জ-১ ও শাহানা রব্বানী সুনামগঞ্জ-৪ আসন থেকে সরাসরি নির্বাচন করতে চেয়েছিলেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন পাননি কেউই। এছাড়াও গেলো নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন থেকে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী উপনির্বাচনে বিজয়ী এমপি সায়রা মহসিন ও কৃষকলীগের কেন্দ্রীয় মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামিমা শাহরিয়ার সুনামগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন চান। কিন্তু তাদের ভাগ্যেও আওয়ামী লীগের টিকেট জুটেনি। এবার এ দুই নেত্রীও চাইছেন সংরক্ষিত আসনের নারী এমপি হয়ে সংসদে যেতে।

এছাড়া সিলেট জেলা থেকে সংরক্ষিত নারী এমপিদের দৌঁড়ে রয়েছেন আরো দুই নেত্রী। তারা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনীন হোসেন ও মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান। দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছেন এ দুই নেত্রী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না চাইলেও দলের জন্য তাদের রয়েছে দীর্ঘদীনের ত্যাগ ও শ্রম।