নিজস্ব প্রতিনিধি
নুরুল আমিন, সাতকানিয়া (চট্টগ্রাম)
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ মোতালেব সিআইপি বলেন,আমার সংসদীয় এলাকায় এক সময় এমপি’র সরকারি বরাদ্দ কত ছিল,তা সাধারণের জানার সুযোগ ছিল না। পুরো সাতকানিয়াকে একটি আধুনিক ডিজিটাল সাতকানিয়া হিসাবে উপহার দিতে চাই। মাদক, ইভটিজিং,সন্ত্রাস,অবৈধ স্থাপনা,চুরি,চিন্তাই,যানজট, কিশোর গ্যাং,অবৈধ মাটি কাটা,বালু উত্তোলন সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড উচ্ছেদ করতে তিনি অঙ্গিকার বদ্ধ। এবং তিনি সাতকানিয়া লোহাগাড়া বাসীর সহযোগিতা কামনা করেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (সাতকানিয়া-লোহাগাড়া) উপজেলাকে আধুনিক ডিজিটাল উপজেলা হিসেবে তিনি উপহার দিতে চান।তিনি আরো বলেন,আমার সকল কর্মে স্বচ্ছতা ও জবাবদিহিতা উন্নয়নের লক্ষে আগামীতে এমপি’র জন্য সরকারি বরাদ্দ কত তা ওপেন করে দেওয়া হবে। আমি বড় ভাই,ছোট ভাই বুঝি না। সকল ধরনের অপকর্ম মুছে দিতে চাই।
তিনি এমপি নির্বাচিত হওয়ার পর ১৬ই জানুয়ারি সকালে প্রধান উপদেষ্টা হিসেবে প্রথম বার সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা ও সাধারণ সভায় এসব কথা বলেন।নিজের হাতে সময় কম উল্লেখ করে এমপি মোতালেব বলেন, একশ দিনের কর্মসূচি ঘোষণা করেছি। অতীতের সকল কাজ অগোছালো ছিল। আমি নিয়ম মানি। কাদা ছোড়াছুড়ি করি না। সমালোচনা ও প্রতিশোধ পরায়ণতার দরকার নাই।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা কাজে লাগিয়ে আমার নির্বাচনি ইশতেহারে জনগণের নিকট দেওয়া ওয়াদা পূরণ করে সাতকানিয়া -লোহাগাড়াকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন,কাজের স্বাধীনতা দিলে মাদক,কিশোর গ্যাং,ইভটিজিং ও ছিনতাই সাতকানিয়া থেকে নির্মুল করা হবে। অতীতে আমার এসব কাজের অভিজ্ঞতা রয়েছে। মনে রাখবেন,সাধারণ মানুষের জন্য সাতকানিয়া থানা ভীতির নয়, সেবা দেওয়ার জায়গা।
সাধারণ সভায় উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনজুমান আরা ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, সাতকানিয়া পুলিশ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আরাফাত সিদ্দিকী, সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জুবায়ের, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম আবদুল্লাহ আল মামুন,উপজেলা প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেন, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ উপজেলা সভাপতি এড. প্রদীপ কুমার চৌধুরী, চেয়ারম্যানদের মধ্যে মো.আবু ছালেহ, মো.সেলিম, মোজাম্মেল হক, মোর্শেদুল আলম চৌধুরী, আ.ফ.ম মাহাবুবুল হক সিকদার, তাপস কান্তি দত্ত,ওচমান আলী, রমজান আলী,নাছির উদ্দিন টিপু, মো.জসিম উদ্দিন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা প্রশাসন,পৌরসভা,চেয়ারম্যান ও সর্বস্থরের জনসাধারণের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL