নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম দক্ষিণ :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের দক্ষিণ হরিণার দারুল হিক্মা আল-ইসলমিয়া কিন্ডার গার্ডেনের দুই দিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
২১ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, জাতীয় পতাকা উত্তোলন ও ২২ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে দারুল হিক্মা আল-ইসলমিয়া কিন্ডার গার্ডেনের ক্লাসরুমে পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে শেষ হয়।
হারুনুর রশিদ ও সরওয়ার কামালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন।
আধুনগর আল-হিকমা ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আলহাজ্ব মোঃ এন্তেজার হোসাইন, সেক্রেটারি লিয়াকত, ক্রীড়া সম্পাদক খোরশেদ, সদস্য আমিনুল এহেছান, ব্যবসায়ী রিদওয়ানুল হক রুবেল, চুনতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নুরুচ্ছফা সহ স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এসময় বক্তারা বলেন, গ্রামীন জনপদে এই অবহেলিত স্কুল
শিক্ষার মানদন্ড বজায় রেখে কার্যক্রম ভূমিকা পালন করছে।
দুই দিনব্যাপী স্কুলের অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর মধ্যে ১২০ জন বিজয়ী ছাত্র-ছাত্রীকে পুরষ্কার বিতরণ করা হয়।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL