নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম দক্ষিণ :
রশিদেরঘোনা মসজিদ পাঠাগার ও মাওলানা শফিক আহমদ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে যুগশ্রেষ্ঠ শায়খুল হাদীস আল্লামা শাহ্ সূফী মুফতী আব্দুর রশিদ (প্রকাশ মুহাদ্দিস সওম (রহ.) সাবেক), চেয়ারম্যান আলহাজ্ব শাহ্ মাওলানা শফিক আহমদ (রহ.), শাহ্ সূফী মাওলানা বদিউর রহমান (রহ.), প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা আবদুর রশিদ(খলিফা পাড়া), শাহ মাওলানা ইয়াকুব(সূফী মিয়াজী পাড়া), মাওলানা নূর মোহাম্মদ নছিমুল হকসহ মরহুমদের ২০তম বার্ষিক ইছালে সওয়াব ও সীরতুন্নবী (সা.) মাহফিল-২৪ লোহাগাড়া চুনতি আধুনগর আদর্শ পাড়াস্থ শাহ্ আখতারিয়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে (০২ মার্চ ২০২৪) শনিবার বাদে ফজর হতে অনুষ্ঠিত হয়।
বিভিন্ন অধিবেশনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শাহ মাওলানা মমতাজুর রহমান, আলহাজ্ব মাওলানা জিয়াউল করিম, আলহাজ্ব মাওলানা সরওয়ার কামাল।
সীরতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক, বনরেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম।
মাহফিলের প্রধান উদ্যোক্তা দেলোয়ার হোসেন রশিদীর সার্বিক তত্ত্বাবধানে প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতীব আওলাদে রাসূল (সা.) হযরত আল্লামা সাইয়্যেদ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী (ম.জি.আ.)।
মাহফিলে আরো আলোচনা করেন আলহাজ্ব শাহ্ মাওলানা হাফিজুর হক নিজামী, হাফেজ মাওলানা শাহে আলম, আলহাজ্ব আল্লামা মামুনুর রশিদ নূরী, আলহাজ্ব মুফতী আহমদ হোছাইন আল-কাদেরী, আলহাজ্ব মাওলানা শরীয়ত উল্লাহা জিহাদী, হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, শাহ্জাদা মাওলানা জাফর সাদেক ইকবাল।
এতে আরো উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের পরিচালক তৌহিদুল আনোওয়ার, প্রফেসর ডক্টর আবু বক্কর রফিক, অধ্যাপক হামিদুর রহমান, অ্যাডভোকেট কফিল উদ্দিন, ইঞ্জিনিয়ার মামুন উদ্দিন, অধ্যাপক আবুল মনসুর, শাহসূফী সৈয়দ মাওলানা নাছেরুল হক চিশতী, মোহাম্মদ শাহেদুল আনোয়ার সাদ।
বক্তরা বলেন বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্যে মানসপটে থাকা চাই ‘শান্তি ভাবনা’। রাসূল (সা.) যেমনিভাবে সমাজে শান্তি ও শৃঙ্খলা নিশ্চিতকরণে দৃঢ় মনোবল নিয়ে ‘হিলফুল ফুজুল’ নামের শান্তিসংঘের কার্যক্রমে অংশ গ্রহণ করেন। তেমনিভাবে পরিবার, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠার জন্যে হৃদয়ে ‘শান্তি ভাবনা’ জাগ্রত রেখে একটি আদর্শিক সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত হওয়া অপরিহার্য।
দিনব্যাপী অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল বাদে ফজর খতমে কুরআন, খতমে বুখারী, সূরা আন’আম, খতমে খাজেগান, তাহ্লীল, দোয়া ও মুনাজাত, বাদে আসর প্রকল্প উদ্বোধন, পুরস্কার বিতরণ, অতিথি বরণ এবং আমন্ত্রিত অতিথিদের বক্তব্য, বাদে মাগরীব ওলামায়ে কেরামদের আলোচনা, প্রতিষ্ঠাতা সভাপতির বক্তব্য, প্রধান মেহমানের বক্তব্য, ক্বিয়াম, মিলাদ, দোয়া ও মুনাজাত, তবারুক বিতরণ এর মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL