২১-নভেম্বর-২০২৪
২১-নভেম্বর-২০২৪
Logo
চট্রগ্রাম

আনোয়ারায় অগ্নিদগ্ধদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০২-০৬ ১৬:৫৫:১২
...

আনোয়ারা (চট্টগ্রাম):
চট্টগ্রামে আনোয়ারা উপজেলা রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়ার করিম মাঝির বাড়িতে সোমবার গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ১৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে অগ্নিদগ্ধ হন মো : হেলাল (৩৫), মো: জামাল (৪০), নিহা (১৫), হাসান (১০), তানিয়া (০৫) সহ ৫জন।

তাঁদের সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) দুপুরে অগ্নিদগ্ধ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে নীডি ফাউন্ডেশনের পক্ষ থেকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন নীডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আলম খাঁন। এতে আরো উপস্থিত ছিলেন শাহেদ খান।

চমেক হাসপাতালের ৬ষ্ট তলার ৩৬ নম্বরে ওয়ার্ডে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ রোগীদের উদ্দেশ্যে নীডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আলম খাঁন বলেন, প্রয়োজনে আপনাদের আরো সহায়তা প্রদান করা হবে। নীডি ফাউন্ডেশন আপনাদের সাথে আছে। তিনি তাদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং আগুনে পুড়ে একেবারে নিঃস্ব হয়ে যাওয়া পরিবারগুলোর পাশে দাঁড়াতে ধণ্যট্য ব্যক্তিদের প্রতি আহবান জানান।