২৩-নভেম্বর-২০২৪
২৩-নভেম্বর-২০২৪
Logo
চট্রগ্রাম

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা-সংস্কৃতিক ও ঐতিহ্য রক্ষায় সরকার কাজ করছে

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০২-২৯ ১৬:০৬:২০
...

মো.আবুল বাশার নয়ন, বান্দরবান :
বান্দরবানে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউট এর ব্যবস্থাপনায় ম্রো সম্প্রদায়ের শস্যপূজা ও লোকসাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকালে সদর উপজেলার বটতলী ম্রলং পাড়া এলাকায় মঙ্গল শোভাযাত্রায় ম্রো সম্প্রদায়ের তরুণ-তরুণীরা নিজস্ব ঐতিহ্য পোষাক পরিধান করে অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আতাউর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে গবেষণা কর্মকর্তা কাইওয়াই ম্রো, কথোয়াইন এনজিও এর নির্বাহী পরিচালক গাব্রিয়েল ত্রিপুরা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিঅং খুমীসহ কেএসআই এর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি আতাউর রহমান বলেন, সমতলের পাশাপাশি পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ভাষা, সংস্কৃতিক ও ঐতিহ্য রক্ষার জন্য বাংলাদেশ সরকার ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বান্দরবানের বিভিন্ন নৃগোষ্ঠী সম্প্রদায়ের ঐতিহ্য ও ভাষা সংরক্ষণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউট গবেষণার পাশাপাশি প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে এবং যেসব ভাষা বা সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলো ধরে রাখা সম্ভব হবে।

মূলত, জুমের নতুন ফসল ও আগামী জুমের ফলন ভালো হওয়ার জন্য দেবদেবীর উদ্দেশ্যে ম্রো সম্প্রদায়ের লোকেরা এই চাময় অনুষ্ঠানটি করে থাকে।