সাঈদী আকবর ফয়সাল, চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) :
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী মিনিবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে মহাসড়কের হারবাংয়ে আরএফএল কারখানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল হক বলেন, দুর্ঘটনায় আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL