নিজস্ব প্রতিনিধি
চন্দনাইশ (চট্টগ্রাম) :
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মাদ্রাসার ১১বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাওলানা আবদুর রশিদ (২২) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ। উক্ত ঘটনায় রবিবার সকালে শিশুটির পিতা মো.ইয়াছিন বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে আজকে ওই শিক্ষককে আটক করে চন্দনাইশ থানায় নিয়ে আসা হয়। গ্রেফতার হওয়া শিক্ষক
বাঁশখালী থানার সরল ইউনিয়নের আবুল বশরের ছেলে মাওলানা আবদুর রশিদ। সেই উপজেলার হাশিমপুর ইউনিয়নের আর-রাহমাহ ইসলামিক একাডেমির হেফাজ বিভাগের শিক্ষক।
উক্ত বিষয়ে শিশুর পিতা ইয়াছিন জানান, সাংবাদিকদের জানান, আমার ছেলে সৈয়দাবাদ আর-রাহমাহ ইসলামিক একাডেমির হেফজ বিভাগে পড়াশোনা করে।
গত বৃহস্পতিবার মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুর রশিদ তার কক্ষে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক সেখানে আমার ছেলেকে বলাৎকার করে এবং এই কথা যেন কাউকে না বলে ভয়ভীতি দেখায়।
পরে আমার ছেলে বাড়িতে গিয়ে তার মাকে বিস্তারিত কথা খুলে বলে। আমার ছেলের কথার প্রেক্ষিতে আমি বাদী হয়ে আজ চন্দনাইশ থানায় মামলা দায়ের করি।
এব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম জানিয়েছেন, শিশু বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত শিক্ষককের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাওলানা আবদুর রশিদ ঘটনার বিষয়টি শিকার করেছন।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL