২৪-নভেম্বর-২০২৪
২৪-নভেম্বর-২০২৪
Logo
চট্রগ্রাম

চুনতিতে বিধবার বনজ-ফলজ গাছ কর্তন ও জবরদখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০১-২৪ ১৬:১৯:৫২
...

চট্টগ্রাম দক্ষিণ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের এক বিধবার বনজ-ফলজ গাছ কর্তন, জায়গা জবরদখল করে স্কেবটর দিয়ে পাহাড়ের মাটি কেটে পাচারের বিস্তর অভিযোগ উঠেছে।

সুরাহা পেতে ২৩ই জানুয়ারি মঙ্গলবার বৃদ্ধা মিনারা বেগম বাদী হয়ে এক‌ই ইউনিয়নের জিয়াবুল সহ আরো ৩/৪ জনকে অভিযুক্ত করে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ, উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ অভিযোগ করেন। বৃদ্ধা মিনারা বেগম হাফেজ সোলায়মান পাড়ার মৃত আবদুল গফুরের স্ত্রী। অভিযুক্ত জিয়াবুল ৩নং ওয়ার্ডের ইসলামীয়া পাড়ার মৃত ফৌজুল কবিরের পুত্র।

অভিযোগ সূত্রে ভুক্তভোগী জানান, দখলীয় জায়গাটি আমার ওয়ারিশ সূত্রে ২৫৪৬ নং কবলা মূলে আমি দখলে স্থিত আছি। অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী ভূমিদস্যু হ‌ওয়ায় আমার ভোগ দখলীয় জায়গাটি জোর পূর্বক দখল করার পাঁয়তারা করে আসছে। তার প্রেক্ষিতে ২২ই জানুয়ারি সোমবার ভোর ৫টায় চুনতি ৬নং ওয়ার্ডে শাহ্ সাহেব গেইট সংলগ্ন গোয়ালটি মুড়ায় জায়গায় আমার রোপিত বিভিন্ন বনজ-ফলজ গাছ কর্তন ও স্কেবটর দিয়ে পাহাড়ের মাটি কেটে অজ্ঞাত স্থানে পাচার করে প্রতিপক্ষরা। তাতে ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান তিনি। ভুক্তভোগী বিধবা আক্ষেপের সাথে আরো জানান, আমি অসহায় মহিলা হ‌ওয়ায় বিবাদীগণ নানান রকম জুলুম করে আমার জায়গাটি দখলের পাঁয়তারা করছে। এবং আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে বিভিন্ন রকম হয়রানি ও প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে অভিযুক্ত জিয়াবুলকে একাধিকবার ফোন দিয়েও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত ন‌ই। তবে খোঁজ নিয়ে দেখতে হবে।

থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, বিধবা এক মহিলার অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।