নিজস্ব প্রতিনিধি
সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের তাড়াশে চাঞ্চল্যকর স্কুল ছাত্রী পারমিতা সরকার তুষি ও তার বাবা মায়ের হত্যাকারী আটক রাজিব ভৌমিকের ফাঁসীর দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাড়াশ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে তুষির সহপাঠী সহ বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ও কর্মরত সকল শিক্ষক কর্মচারীরা অংশ নেন । তখন ফাঁসির দাবি সংবলিত বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে হাতে এ হত্যার নিন্দা জানান। ঘন্টা ব্যাপী এ কর্মসূচিতে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হাসান, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, আফরোজা খাতুন, রনজু খাতুন, আনিছুর রহমান, শিক্ষার্থী অর্পিতা সূত্রধর, কাকণ ঘোষ, জয়িতা ঘোষ, মাহি খাতুন, প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, টাকা লেনদেন বিষয়ের ঘটনা কি কেন্দ্র করে নিরাপরাধ তুষি সহ তার মা-বাবারা
এমন ন্যাক্কার জনক হত্যাকাণ্ডের শিকার হবে তা কেউ কল্পনা করেনি। পুরো পরিবারটি এভাবে ঘাতকের হাতে শেষ হওয়ায় সকলে আমরা বিস্মিত স্তম্ভিত। অল্প সময়ের মধ্যে পুলিশ হত্যাকারী রাজিব ভৌমিক কে আটক করায় আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা আরো চাইবো যেভাবে দ্রুত তার সাথে মূল আসামিকে আটক করা হয়েছে, সেভাবেই দুটো বিচার কার্যকরের মাধ্যমে তার ফাঁসি চাই।
তখন তুসির সহবাটিতে আবেগি কান্নায় শোকে বিহবল হয়ে ওঠে পুরো মানববন্ধন এলাকা।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোরে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৌর শহরের বারোয়ারী বটতলা মহল্লার নিজ বাড়ি থেকে একই পরিবারের স্বামী বিকাশ সরকার, স্ত্রী স্বর্ণা সরকার ও তাদের মেয়েরপারমিতা সরকার তুষি (তিন জনের) লাশ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি তিন মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পরে ওইদিন রাতেই স্বর্ণা সরকারের বড় ভাই সুকমল চন্দ্র সাহা বাদী হয়ে তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে দ্রুত সময়ের মধ্যে হত্যার রহস্য উৎঘাটন করে ঘাতক রাজিব ভৌমিক কে আটক করে পুলিশ। অর্থ লেনদেন বিষয়ে দন্দের দের ধরেই মামা মামা আমিও মামাতো বোনকে সে হত্যা করে বলে পুলিশ এবং আদালতকে স্বীকারোক্তি মুলক জবান বন্ধু দেন তিনি।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL